Design Thinking - A Primer _Start -Part 1

NPTEL-NOC IITM
6 May 201906:30

Summary

TLDRIn this engaging dialogue, Professor Bala and Professor Ashwin discuss the fundamentals of design thinking. Bala is playing a game to empathize with children's experiences, aiming to understand their emotions and perspectives. Ashwin emphasizes the importance of observing real users, analyzing their feedback, and iterating the design process. Together, they outline the core stages of design thinking: empathizing, analyzing, prototyping, and testing. The conversation is lighthearted, with playful banter about game-playing and the ultimate goal of creating a successful product that resonates with users.

Takeaways

  • 🎮 Professor Bala is playing a game to empathize with children's perspective on screen-time activities.
  • 🧠 Professor Ashwin encourages understanding the needs and emotions of children as a first step in design thinking.
  • 🔍 Observation and communication with children are key to better understanding their thoughts and preferences.
  • 🕵️‍♂️ The next step after empathizing is analyzing observations to identify patterns in children's gaming behavior.
  • 🎯 The analysis aims to find what engages children most in games and what keeps them playing for long periods.
  • 🛠️ After analyzing, it's time to develop solutions to enhance the game's design, potentially both physical and digital.
  • 👨‍👧‍👦 After creating a solution, it's crucial to test it with the children to gather feedback and refine the design.
  • 🔄 Design thinking is iterative; it's essential to revise the prototype based on feedback and go through multiple cycles.
  • 🎲 The process of design thinking can be fun and engaging, much like a game, with steps including empathy, analysis, ideation, and testing.
  • 🗓️ Professor Ashwin sets an 8-week deadline for Professor Bala to complete the lessons and tasks related to design thinking.

Q & A

  • What course does Professor Bala have to teach?

    -Professor Bala has to teach a course on 'Design Thinking'.

  • Why was Professor Ashwin concerned about what Professor Bala was doing?

    -Professor Ashwin was concerned because Professor Bala seemed distracted by playing a game instead of focusing on teaching the course.

  • What reason did Professor Bala give for playing the game?

    -Professor Bala explained that he was playing the game to empathize with children who spend a lot of time playing on devices, in order to understand their perspective and feelings.

  • What is the first stage of Design Thinking mentioned in the script?

    -The first stage of Design Thinking mentioned is 'empathizing', which involves understanding the users' needs and emotions.

  • What suggestion does Professor Ashwin give for further understanding the users?

    -Professor Ashwin suggests that Professor Bala should go outside, observe children, and talk to them to better understand their mindset and how they interact with the game.

  • What is the second stage of Design Thinking after empathizing?

    -The second stage of Design Thinking is 'analyzing', where observations are analyzed to identify what keeps children engaged with the game.

  • What should be done after analyzing the game according to Professor Ashwin?

    -After analyzing, Professor Ashwin advises that Professor Bala should move to a creative stage where they develop or improve the game based on the analysis.

  • What does Professor Ashwin say about testing the game?

    -Professor Ashwin says that after developing the game, it should be tested by giving it to children and observing their reactions to ensure it meets their expectations.

  • How does Professor Ashwin explain the iterative process of Design Thinking?

    -Professor Ashwin explains that Design Thinking involves repeating the process of empathizing, analyzing, prototyping, and testing multiple times until a satisfactory solution is reached.

  • What does Professor Ashwin imply about the commercial potential of the game?

    -Professor Ashwin implies that if the game is well-designed and liked by users, it could be sold to millions of people, potentially making Professor Bala wealthy.

Outlines

00:00

🎮 Empathizing with Children through Play

Professor Bala is immersed in playing a game to empathize with children who spend hours on digital devices. Professor Ashwin reminds him that their goal is to teach design thinking. Bala explains that he's trying to understand the feelings and perspectives of children, which aligns with the 'Empathize' phase of design thinking. Ashwin appreciates this but encourages Bala to also observe and interact with children to fully understand their needs. They discuss the importance of connecting with users’ emotions as the first step in design thinking.

05:02

🧠 Moving from Empathy to Analysis

Ashwin emphasizes that after empathizing, Bala must move to the next stage: analysis. He needs to observe and analyze what keeps children engaged in the game and what they enjoy most. They joke about Bala being a skilled player, but Ashwin insists that it’s more important to analyze children's responses to the game. Bala realizes that understanding what keeps kids hooked is critical to refining the game and moving to the next design thinking phase.

🛠️ Developing Solutions for User Needs

Ashwin guides Bala on the next step in design thinking: developing creative solutions based on insights from empathizing and analysis. They discuss how important it is to iterate on the prototype, refine it based on feedback, and adjust the game to meet children's needs. Bala learns that this is a repetitive process, requiring ongoing empathy, analysis, and refinement. They agree that the ultimate goal is to develop a game that both resonates with users and can potentially be a successful product.

🚀 Iteration and Testing in Design Thinking

The professors move on to the importance of testing the solution, with Ashwin explaining that design thinking involves constant iteration until the product is loved by its users. He suggests that if the game is successful, it could be enjoyed by millions and be financially rewarding. Bala humorously remarks on enjoying the game as well, but Ashwin refocuses him on completing the design thinking process within the eight-week deadline before Ashwin's return. The conversation ends with Bala committing to recording his progress and completing the task.

Mindmap

Keywords

💡Design Thinking

Design Thinking is a creative process that focuses on understanding users' needs and developing innovative solutions. In the script, Professors Bala and Ashwin discuss applying this methodology to create a game for children, emphasizing the importance of empathizing with users, analyzing feedback, and iterating to improve the game design.

💡Empathize

Empathizing is the first step in Design Thinking, where the designer seeks to understand the user's emotions, needs, and challenges. In the script, Professor Bala plays a game to understand children's perspectives and emotions, trying to align his experience with theirs in order to develop a more user-friendly game.

💡Prototype

A prototype is a preliminary version of a product used to test ideas and concepts. The script references building a prototype of the game based on children's needs, and then refining it through feedback and testing. This is a key phase in turning abstract ideas into tangible solutions.

💡Analyze

Analysis is the process of examining collected data to identify patterns and insights. In the script, Professor Ashwin emphasizes the need to analyze feedback from children to understand what keeps them engaged in the game, which elements they enjoy, and which need improvement.

💡User Feedback

User feedback refers to the responses and opinions of users interacting with a product. In the script, Professor Ashwin suggests that after creating the prototype, it is essential to observe how children respond to the game, collect their feedback, and make necessary improvements based on their experience.

💡Iteration

Iteration is the repeated process of refining a product through successive versions based on feedback. Professor Ashwin explains that after analyzing the feedback, Professor Bala must continue improving the game by going back to earlier stages of empathizing and prototyping, illustrating the iterative nature of Design Thinking.

💡Creative Solution

A creative solution is an innovative idea designed to address a specific problem. The script revolves around the idea of developing a game using Design Thinking principles, with a focus on creatively solving the problem of engaging children in a meaningful way.

💡User-Centered Design

User-centered design is a design philosophy that prioritizes the needs, preferences, and experiences of the end-user. In the script, both professors stress the importance of understanding the children's perspective, ensuring that the game meets their expectations and preferences.

💡Testing

Testing is the phase in Design Thinking where the prototype is evaluated by users to gather insights about its functionality and appeal. In the script, Professor Bala is encouraged to let the children play the game to test its effectiveness and collect real-time feedback for further refinement.

💡Problem-Solving

Problem-solving is the act of finding solutions to challenges. The entire conversation between the professors focuses on solving the challenge of creating a game that engages children, using Design Thinking as the method for identifying problems, generating solutions, and testing ideas.

Highlights

Professor Bala is engaged in playing a game to empathize with children's perspectives and feelings who spend a lot of time on digital devices.

Professor Ashwin suggests that after understanding users' feelings (empathizing), Bala should also observe children and talk to them to fully comprehend their thought processes.

The first step in design thinking is to empathize with the target audience, and Bala is focused on this while playing the game.

Professor Ashwin emphasizes that beyond playing the game, Bala should analyze what elements keep children engaged for long periods.

Ashwin highlights that after empathizing and analyzing, Bala must proceed to a creative phase to develop a tangible or digital solution that fits user needs.

Bala realizes that the next step after empathizing and analyzing is prototyping the game to gather feedback from the actual users—children.

Professor Ashwin stresses the importance of feedback, noting that children's preferences may vary, especially regarding game graphics or speed.

The process of design thinking involves constant iteration—empathizing, analyzing, and adjusting the prototype based on feedback.

Ashwin jokingly points out that Bala's high game score shows he is a skilled player, but warns him not to get too immersed in the game without considering user feedback.

Bala acknowledges that continuous iterations will be needed to refine the game, echoing the iterative nature of design thinking.

Design thinking, according to Ashwin, becomes fun like a game if done correctly, but involves four main phases: empathize, analyze, create a solution, and test.

Ashwin advises Bala that only after repeated iterations can he create something that users truly love, leading to potential commercial success.

Ashwin humorously motivates Bala by suggesting that a successful game could lead to Bala becoming a millionaire, blending work and play.

Bala humorously insists that along with designing a successful game, he hopes to continue playing it himself.

Professor Ashwin sets an 8-week deadline for Bala to complete all recordings related to the design thinking course before his return.

Transcripts

play00:08

প্রফেসর বালা: নমস্কার প্রফেসর অশ্বিন:

play00:10

বালা আপনি কি করছেন?

play00:12

আপনি হয়তো ভুলে গেছেন যে এই কোর্স টা এখন

play00:15

পড়াতে হবে আপনাকে।

play00:16

প্রফেসর বালা: কোর্স!ড ড ড ডিজাইন থিঙ্কিং(design

play00:18

thinking)!

play00:19

প্রফেসর অশ্বিন : হ্যাঁ অবশ্যই।আমরা ডিজাইন

play00:20

থিঙ্কিং পড়াতেই তো এখানে উপস্থিত হয়েছি,

play00:22

কিন্তু আপনি কি করছেন?

play00:24

প্রফেসর বালা : আপনি জানেন আমি যে খেলাটা

play00:26

খেলছি যাতে করে ওই বাচ্চাদের দৃষ্টিভঙ্গি

play00:28

ও অনুভূতি বুঝতে সক্ষম হই, যারা বর্তমান

play00:31

সময়ে অনেকক্ষণ ধরে আমাদের ডিভাইস এ

play00:33

খেলতে থাকে, আমি চেষ্টা করছি ওদের অনুভুতির

play00:35

সাথে একাত্ম (Empathize)হওয়ার।

play00:36

প্রফেসর অশ্বিন : আচ্ছা, তো আপনি ছোট বাচ্চাদের

play00:39

জন্য ডিজাইন থিঙ্কিং এর তত্ত্ব বিদ্যা

play00:41

প্রয়োগ করে একটা খেলা উদ্ভাবন করতে

play00:43

চাইছেন, সে তো খুব ভালো কথা বালা।সর্বপ্রথম

play00:46

আপনার উচিত আপনার উদ্ভাবিত খেলার যারা

play00:48

সম্ভাব্য ব্যবহারকারী , তাদের চাহিদা ও অনুভূতিকে

play00:50

বোঝার চেষ্টা করা এবং এটা খুবই আনন্দের

play00:52

কথা যে আপনি এখানে বসে খেলাটি খেলছেন

play00:55

এবং এটিকে বোঝার চেষ্টা করছেন, কিন্তু

play00:57

এটি হলো সর্বপ্রথম স্তর কারুর চাহিদা

play00:59

অনুভূতি কে বোঝার চেষ্টা (empathize) করার।

play01:01

প্রফেসর বালা: ওহ।

play01:02

প্রফেসর অশ্বিন :ঠিক, খেলাটি খেলে দেখা

play01:04

ও ব্যবহারকারীদের অনুভূতি কেমন হয়

play01:06

বোঝার পাশাপাশি আপনার উচিৎ বাইরে যাওয়া

play01:08

ও এই বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ করা,

play01:10

তাদের কিছু জনের সাথে কথা বলা,তাদের

play01:12

চিন্তনশৈলী ভালো ভাবে বুঝতে তাদের

play01:14

মতন করে খেলাটি বুঝতে হবে।কেবলমাত্র তখনই

play01:16

আপনি ডিজাইন থিঙ্কিং এর প্রথম ধাপটি সম্পূর্ণ

play01:18

করতে পারবেন।আমার বিচার আপনার কেমন

play01:20

লাগলো?

play01:21

প্রফেসর বালা : অবশ্যই আমি সেটা করবো।

play01:22

সেটা হবে দ্বিতীয় পর্যায়।

play01:24

প্রথম পর্যায় হলো তাদের চিন্তন ও অনুভূতির

play01:26

সাথে একাত্ম হওয়া যা আমার করতে ভালোই

play01:29

লাগে এবং দ্বিতীয় হলো ওদের সাথে কথা

play01:31

বলা।

play01:32

প্রফেসর অশ্বিন: সঠিক কথা, আমার মনে

play01:33

হচ্ছে আপনি খুবই আনন্দিত হয়েছেন।

play01:35

প্রফেসর বালা: অবশ্যই।

play01:36

খুব মজা লাগছে।

play01:37

প্রফেসর অশ্বিন: খুবই মজার।

play01:39

প্রফেসর বালা: আসলে, আপনি যা বলছেন সেটাও

play01:41

ভীষণ মজার।

play01:42

প্রফেসর অশ্বিন : হ্যাঁ, সেই জন্যই আমি এক

play01:44

মুহূর্তের জন্য এটিকে আপনার থেকে দূরে

play01:46

সরিয়ে দেব যাতে করে আপনি কেবল খেলার

play01:49

আনন্দই না নিতে থাকেন কারণ যদি তাই হয়,

play01:52

আপনি নিশ্চয়ই চাইবেন না শুধু খেলাটির

play01:54

মধ্যেই আবদ্ধ থাকতে এবং খেলাটি খেলার

play01:56

সাথে সাথে একটা সময় খেলাটি কেমন তা বুঝতে

play01:59

সক্ষম হবেন এবং সেইসাথে লোকজনের সাথে কথা

play02:01

বলে আপনি পরবর্তী পর্যায় যেতে চাইবেন।

play02:03

আপনি কি জানেন ডিজাইন থিঙ্কিং এর পরবর্তী

play02:06

পর্যায় কি?

play02:07

প্রফেসর বালা: অনুভূত হচ্ছে কোন কিছুকে

play02:08

বিশ্লেষণ করা।

play02:09

প্রফেসর অশ্বিন : একদম ঠিক আপনাকে পর্যবেক্ষণ

play02:11

করতে হবে এবং পর্যবেক্ষণে প্রাপ্ত ফলাফল কে

play02:14

বিশ্লেষণ করে বুঝতে হবে কি এমন আছে যা

play02:16

বাচ্চাদের খেলা টির মধ্যে আবদ্ধ রাখে?

play02:19

কি এমন আছে যার জন্য তারা লম্বা সময়

play02:21

ধরে খেলতে থাকে?

play02:22

সত্যিই এমন কি আছে যেটা তারা পছন্দ

play02:25

করে?

play02:26

আপনি জানেন কি এমন আছে যা তাদের সক্রিয়

play02:28

রাখে?

play02:29

কোন জিনিসটা ওদের সর্বাধিক আনন্দ প্রদান

play02:30

করে?

play02:31

সুতরাং, আপনার সত্যিই প্রয়োজন ভাবা যে

play02:33

আপনি কি বুঝছেন।

play02:34

তাই আপনার খেলাটি খেলে সময় নষ্ট করা

play02:36

উচিত নয় কারণ স্ক্রিনে আপনার স্কোর দেখলে

play02:39

আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে আপনি

play02:41

একজন দক্ষ খেলোয়াড়।

play02:42

এটা ঠিক যে আপনার স্কোর আমার সর্বোচ্চ

play02:45

স্কোর এর থেকে একটু বেশি এবং আমাকে আপনাকে

play02:48

হারাতে হবে।

play02:49

সুতরাং দ্বিতীয় পর্যায় হলো বিশ্লেষণ

play02:50

করা।

play02:51

আপনার কি মনে হয় বিশ্লেষণ শেষে আপনি

play02:53

কি করবেন।

play02:54

প্রফেসর বালা : আমি নিশ্চিত খেলাটিতে

play02:55

আমরা কিছু সমস্যায় পড়বো ফলে আমার বাচ্চা

play02:58

আমায় খেলতে অনুমতি দেবে না।

play03:00

প্রফেসর অশ্বিন: একদম ঠিক কথা,আপনার

play03:01

কাছে কি খেলাটি খেলার অনুমতি আছে।

play03:03

প্রফেসর বালা: না, দয়া করে আমার বাচ্চাকে

play03:06

বলবেন না যে আমি তার খেলাটি খেলছি।

play03:08

প্রফেসর অশ্বিন: মনে হচ্ছে আপনি খুবই

play03:10

বড় সমস্যার মধ্যে পড়তে চলেছেন।

play03:12

প্রফেসর বালা: হ্যাঁ ঠিক।

play03:13

তবে যাই হোক যখন আপনি বিশ্লেষণ সঠিকভাবে

play03:16

করে নেন তারপর আপনি একটি সৃজনশীল পর্যায়ের

play03:18

দিকে অগ্রসর হন এখন আমরা কোন জিনিসকে

play03:21

বিকশিত করতে শুরু করছি।

play03:22

আপনি দেখেছেন আমরা অপরের আবেগ অনুভূতি

play03:24

ও দৃষ্টিভঙ্গিকে বোঝার চেষ্টা করেছি,

play03:26

বিশ্লেষণ করেছি, তারপর সেই বিষয়গুলিকে

play03:28

বিকশিত করতে হবে এটি স্পর্শযোগ্য

play03:30

এবং ভৌতিক হতে পারে অথবা ডিজিটাল জগৎ

play03:32

সম্বন্ধিত হতে পারে কিন্তু যে কোন প্রকারে

play03:34

আপনাকে সেই সমাধান খুঁজে বের করতে হবে

play03:37

যা সমস্যার জন্য উপযুক্ত।এরপর কি

play03:39

আপনি এটি বলবেন যে আমি সমাধান দিয়ে

play03:41

দিয়েছি এবং সেখান থেকে বেরিয়ে যাবেন!

play03:43

প্রফেসর বালা: হম!

play03:44

আমার এটি ঠিক মনে হচ্ছে না, আমার মনে

play03:47

হচ্ছে আমার কিছু করা প্রয়োজন এটি

play03:49

জানার জন্য যে তাদের এটি পছন্দ হয়েছে

play03:52

কিনা।

play03:53

প্রফেসর অশ্বিন : একেবারে ঠিক, তাই আপনাকে এই

play03:54

বাচ্চাগুলোর কাছে ফিরে যেতে হবে, যাদের

play03:57

জন্য আপনি খেলাটা ডিজাইন করছেন এবং

play03:59

আপনাকে আসলে গেমটি তাদেরকেই দিতে হবে

play04:01

এবং লক্ষ্য করতে হবে যে তারা আদৌ খেলাটা

play04:04

খেলছে কিনা এবং তাদের প্রতিক্রিয়া কেমন

play04:06

হচ্ছে তাও দেখতে হবে, আপনি হয়তো ভাগ্যবান

play04:08

হতে পারে আপনি একটি দুর্দান্ত খেলা ডিজাইন

play04:11

করেছেন এবং তারা হয়ত ঘন্টার পর ঘন্টা

play04:13

এটি খেলতে থাকবে এবং হয়তো তারা আপনার

play04:15

সর্বোচ্চ স্কোর কে অতিক্রম করে যাবে,

play04:18

কিন্তু এমনটাও হতে পারে যে আপনি প্রতিক্রিয়া(feedback)

play04:20

স্বরূপ জানতে পারলেন যে খেলাটির গ্রাফিক্স

play04:22

তেমন হয়নি যেমনটা তারা চায় অথবা এর

play04:24

গতি ওদের পক্ষে একটু বেশি দ্রুত, এমন অবস্থায়

play04:27

আপনাকে নতুন তথ্যের ভিত্তিতে পুনরায়

play04:29

কাজ করতে হবে।

play04:30

প্রফেসর বালা: আর আমি আরো একবার খেলাটি

play04:33

খেলতে পারব।

play04:34

প্রফেসর অশ্বিন : না, এটা ঠিক নয়, আপনাকে

play04:36

পুনরায় এটি কে সঠিকভাবে ডিজাইন করতে হবে,

play04:38

তার জন্য আপনাকে আবার ওদের অনুভূতি

play04:40

চাহিদা দৃষ্টিভঙ্গিকে(empathize) বুঝতে হবে, যা শুনেছেন

play04:42

তার বিশ্লেষণ (analyze)করতে হবে, ফিরে গিয়ে পুনরাবৃত্তি

play04:45

করতে হবে প্রারম্ভিক প্রতিকৃতি (prototype) যেটা

play04:47

আপনি বানিয়েছিলেন সেটিকে সংশোধন করতে

play04:49

হবে।

play04:50

প্রফেসর বালা: এর মানে এই দাঁড়ায়

play04:51

যে একবার নয় এটি বারংবার করতে হতে

play04:54

পারে।

play04:55

প্রফেসর অশ্বিন: ঠিক কথা, অনেকবার

play04:56

এবং দ্রুততার সাথে করতে হবে।

play04:57

প্রফেসর বালা: অনেকবার ধরে করতে হবে।

play04:59

এত খেলার মতন হয়ে গেল।

play05:01

প্রফেসর অশ্বিন : নিশ্চয়ই ডিজাইন থিঙ্কিং যদি

play05:03

সঠিকভাবে করা যায় তবে তা খেলার মতনই

play05:06

হয়, এতে দারুণ মজা হয়, কিন্তু বাস্তবে,

play05:08

এতে চারটে পর্যায় থাকে।

play05:10

প্রফেসর অশ্বিন : অন্যের অনুভূতির সাথে একাত্ম

play05:12

হওয়ার একটি পর্যায় থাকে এবং একটি বিশ্লেষণের

play05:14

পর্যায় থাকে।

play05:15

প্রফেসর বালা: বিশ্লেষণ প্রফেসর অশ্বিন:

play05:17

তারপর থাকে সমাধানের পর্যায়।

play05:18

প্রফেসর বালা: সমাধান প্রফেসর অশ্বিন:

play05:20

এবং তারপর আসে পরীক্ষা পর্যায়।

play05:22

প্রফেসর বালা: পরীক্ষা প্রফেসর অশ্বিন : আর

play05:24

আপনি এমনটা ততক্ষণ করতে থাকবেন যতক্ষন

play05:26

না আপনি এমন কিছু পেয়ে যান যাতে করে

play05:29

আপনার উৎপাদন টি অথবা আপনার তৈরি

play05:31

খেলাটি ব্যবহারকারী ব্যক্তিদের সত্যিই

play05:32

পছন্দ হয় এবং এটিকে কিনতে চায়, এমনটা

play05:34

সম্ভব হলে আপনি আপনার খেলাটি লক্ষ লক্ষ

play05:37

মানুষকে বিক্রি করতে পারবেন এবং নিজে

play05:39

কোটিপতি হয়ে যা কিছু কাঙ্খিত বস্তু

play05:41

আপনি কিনতে চান তা কিনতে পারবেন।

play05:43

প্রফেসর বালা: আর সাথে সাথে খেলাটি

play05:45

খেলতে পারব।

play05:46

প্রফেসর অশ্বিন: এরই সাথে আপনি রোজগার

play05:48

করতে করতে খেলতেই পারবেন, মানে এক তীরে

play05:51

দুই শিকার!

play05:52

বালা আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে আজ

play05:54

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করার

play05:55

জন্য ফ্লাইট ধরতে হবে।

play05:56

প্রফেসর বালা: দারুন, প্রফেসর অশ্বিন : আমি

play05:59

8 সপ্তাহে ফিরে আসবো এবং আশা করবো কি ততদিনে

play06:02

আপনি ডিজাইন থিঙ্কিং এর সমস্ত পাঠ রেকর্ড

play06:04

করে ফেলবেন, তাইতো!

play06:05

তো খেয়াল রাখবেন আপনাকে 8 সপ্তাহের

play06:07

সীমারেখা দিয়ে যাচ্ছি এবং আপনার জন্য ভালো

play06:10

হবে যে আমার আসা পর্যন্ত আপনি কাজটি সম্পূর্ণ

play06:13

করে ফেলবেন।

play06:14

প্রফেসর বালা: 8 সপ্তাহ, না অশ্বিন, হ্যাঁ,

play06:16

হ্যাঁ, আমি সব রেকর্ড করে রাখবো চিন্তা

play06:18

করোনা।

play06:19

প্রফেসর অশ্বিন: ঠিক আছে।

play06:20

মনে রেখো 8 সপ্তাহ।

play06:21

প্রফেসর বালা: ঠিক আছে।

Rate This

5.0 / 5 (0 votes)

関連タグ
Design ThinkingUser EmpathyPrototypingProblem SolvingGame DesignInnovationCreative ProcessChild ObservationProduct DevelopmentCollaborative Learning
英語で要約が必要ですか?